Sunday, August 20, 2017

হাসো নাকো ঠোঁটটি খুলে-বেজারমুখো মানুষ তুমি
তাকালে হায় তোমা পানে-মন যে আমার মরুভূমি।
ঠোঁটে তোমার তালা মারা-কেমনে বাপু থাকো এমন
বলতে কথা সামনে গেলে-লাগে আমার কেমন কেমন।
একটু যদি হাসতে তুমি-লাগতো ভালো সময়গুলো
হাসি ছাড়া শুনলে কথা -দিয়ে রাখি কানে তুলো।
হাসি তোমার নিলো কেড়ে-কে-গো বলো আমায় খুলে
চেয়ে দেখো আমা পানে-কত হাসি ঠোঁটে ঝুলে।
হাসি আমার ধার নিবে কি?-বললে কিছু দিতে পারি
নাকি আবার হাসতে গেলেই-মারবে একখান বজ্র ঝাড়ি?
তোমায় আমি ভয় পাই বড়-কাছে গেছে কাঁপতে থাকি
তাই বুঝি তাই নিত্য তোমায়-দিতে থাকি অথৈ ফাঁকি।
একলা একা হাসতে থাকি-হাসি যেনো কাঁচের চুড়ি
হাসির হাওয়ায় মন আকাশে-উড়ে শত উচ্ছ্বাস ঘুড়ি।
মাঝে মাঝে ইচ্ছে লাগে-কাতুকুতু দিয়ে হাসাই
হাসতে হাসতে সুখ সাগরে-তোমায় আমি জোরসে ভাসাই।
বুঝলে নাগো হাসির মর্ম-ঘাড়ত্যাড়ামী ছাড়লে না আর
ইচ্ছে লাগে রাইফেল এনে-করে দিতে তোমায় ফায়ার।
আর ভেবো-না আঙ্গুল আমার-আসছে ধেয়ে চেয়ে দেখো
সুড়সুড়ানি দিবো পেটে-এবার হাসির স্বপ্ন এঁকো।
হাসি ছাড়া জীবন চলে-বলো দেখি আমায় একবার?
হাসি ছাড়া মুখটি তোমার-ইচ্ছে নেইকো আরতো দেখবার।
হাসতে পারলে এসো কাছে-খিলখিলিয়ে হেসে দিয়ো
আমার হতে কিছু হাসি- না হয় তুমি নিয়ে নিয়ো।
হাসাহাসি চলুক এবার-বিতৃষ্ণারা যাক উড়ে যাক
কষ্ট যত বুকে জমা-হাসির হাওয়ায় যাক দূরে যাক।
কাতুকুতুর হাসি বাপু-ভাল নয়কো জানো নাকি!
জোরে বলে হয় না কিছু-সকল কিছু মেকি ফাঁকি।
মনের ভিতর উচ্ছ্বাস এনে-সামনে এসে দিয়ো হাসি
বলো মুখে হাসি রেখে-হাসির রাণী ভালবাসি।

Wednesday, August 9, 2017

ফেসবুক ফেসবুক ২









আছে এক ওয়েবসাইট ফেসবুক তার নাম
সেইখানে ঢুইকা, করি তো শুধু আকাম
তৌকির এখন ক্লাবে স্পেন্ড করে টাইম

তার এখন অনেক কাজ, নাই যে আরাম

তরু আর মিতু, একসাথে ডাকি মিতরু
আমারে তারা দুজনেই ডাকতো মেরু
তরু এখন ফেসবুকে আপডেট দেয়না
তাদের সাথে এখন তেমন দেখা হয়না।


Shah Naywaj Alam তাকে করি আনফলো
তাই তো জানিনা তার কি হাল হলো
সে নাকি কিনছে এক সিন্থেসাইজার
এখন তুমি মুড়ি খাও বালু দিয়া ভাইজা।

 
Imdadul আছে, প্রোফাইল হইছে রংগিন
কিনছে সাইকেল বেল বাজে ক্রিং ক্রিং
তাহসানের সাথে নাই এখন  মিথিলা
এয়ারটেলের নেটওয়ার্ক নাই, চালাস কিলা?


"ফেসবুক ফেসবুক তুই কেন উজবুক
বুক করে ধুকপুক ক্রাশ নাই আমি চুপ
সেলফি আর সেলফি, সবাই এখন তুলি
ফেক আইডি আর টাকলা, এড মি এড মি।"


ফেসবুক ফেসবুক কাজ কাম ফালায়া ঢুক
নিউজফিডে কি আসে, জানতে সবাই উৎসুক
ক্রাশরে আরেক পোলার সাথে দেইখা মর
দেশবাসীতো ট্রেন্ডিং - সারাহায় শেয়ার কর।"

Mayesha Siddiqua, নামের শেষে আছে দোলন
ফেসবুকে সে, তো এখন একটিভ ভিষন
বিয়ালসি গ্রাজুয়েট হইছে সেতো এখন
ফলোয়ার তার, হয়েছে তো তেগুন।

Nowshin Tarannum রহস্যে তো ভরা
পড়ালেখা নাকি সেতো এখন করেনা


ছবি আঁকার পরিমান ও গেছে তার কমে
কিযে করে সারাদিন কেডায় যানে।

আমার এক কাজিন, তার নাম তো Zahin
সে এখনো কালো, জামা বড়ই রংগিন
এখনো ফ্লার্ট করা তার তো কমেনাই
পড়ে সে এখন CU তে, থাকে চাঁটগায়ে।


আরো বাকি আছে, Zawad UL Haque
ফেসবুকে সে করেনা কোনো পক পক
চ্যাটে তো এখন নক দেয়না সে তেমন

ফেসবুকে জানায়না তার হালত কেমন

"ফেসবুক ফেসবুক তুই কেন উজবুক
বুক করে ধুকপুক ক্রাশ নাই আমি চুপ
সেলফি আর সেলফি, সবাই এখন তুলি
ফেক আইডি আর টাকলা, এড মি এড মি।"


ফেসবুক ফেসবুক কাজ কাম ফালায়া ঢুক
নিউজফিডে কি আসে, জানতে সবাই উৎসুক
ক্রাশরে আরেক পোলার সাথে দেইখা মর
দেশবাসীতো ট্রেন্ডিং - সারাহায় শেয়ার কর।"



আছে এক কালা পোলা নাম তার রিমন
স্টাডি করে নর্থ সাউথে পড়েনা তেমন
ফাউল সিরিজ দেখে সারাদিন ক্রস করে লাইন
তার প্রিয় সিরিজ এখন ব্রুকলিন নাইন নাইন


আমার ফেসবুকে নতুন সংযোজন লিয়া
কোথা হতে পেলাম আমি আজব চিড়িয়া
কথাতো খালি কয় খিকখিক হাসি দিয়া
এই সিকুয়েলে তাকে দিলাম বসাইয়া।



"ফেসবুক ফেসবুক তুই কেন উজবুক
বুক করে ধুকপুক ক্রাশ নাই আমি চুপ
সেলফি আর সেলফি, সবাই এখন তুলি
ফেক আইডি আর টাকলা, এড মি এড মি।"



ফেসবুক ফেসবুক কাজ কাম ফালায়া ঢুক
নিউজফিডে কি আসে, জানতে সবাই উৎসুক
ক্রাশরে আরেক পোলার সাথে দেইখা মর
দেশবাসীতো ট্রেন্ডিং - সারাহায় শেয়ার কর।

সারাহায় শেয়ার কর।সারাহায় শেয়ার কর।

Tuesday, July 26, 2016

চিঠি








বলতে চাই আমি আজ
বহু আগের ঘটনা
তবু কেনো মন
আজো এত আনমনা
মনে পড়ে কেনো
সেটাতো জানিনা
তোমাকে ছাড়া আজ
থাক্তেতো পারিনা

ছোটবেলায় ক্লাসে
যখন করতাম লাফঝাপ
ও তখন ছিলো
একদম চুপচাপ
তখন আমার হতো
তার উপর ভিষন রাগ
বলোনা কোথায় যে
হারিয়ে তুমি আজ

হয়নি দেখা
৫ টা বছর
জানতাম ও না
কোনো অবস্থা ওর
হয়নি তখনো
ভালো বাসার ঘোর
এখনো রাত
শিঘ্রই হবে ভোর

আমার ফোনেতে
একদিন হঠাত এলে
আমার নাম্বার কোথা হতে
তুমি যে পেলে
পেলেই যদি
কোথায় চলে গেলে
আবার ধরো হাত
নিঃসংগতার ভীর ঠেলে


দেয়না কেও
বইয়ের ভাজে চিঠি
জানায়না কেও
দেখতে ইচ্ছা খুব ই
বলেনা কেও আর
তোমায় ভালোবাসি
আমাকে বলোনা বলোনা

দেয়না কেও আর
বইয়ের ভাজে চিঠি
বলেনা কেও
দেখতে ইচ্ছা খুব ই
ডাকেনা কেও আর
যেমন ডাকতে তুমি
আমাকে ডাকোনা ডাকোনা


কল্পলোকের রেল লাইন
দুটি বেয়ে
কতইনা হেটেছি
দুহাত ধরে
ধরেছো কত
যখন যাচ্ছিলাম পড়ে
বাসেনা কেউ ভালো
এমনটি করে

আমার পানে যখন
তাকিয়ে ছিলে
লজ্জা তখন
তুমি পেয়েছিলে
ভালোবাসার শত গান
তুমি তো গেয়েছিলে
গান ফেলে আজ
কোথায় হারিয়ে গেলে

পরে জানলাম
সব ই ছিলো অভিনয়
আমি সত্য ছিলাম
সে ছিলো ছলনায়
সেই প্রতারনা
ভুলতে তো পারিনাই
ভালো বাসতে
আজো তাই লাগে ভয়

সেই রেল লাইনেই আমাদের
হলো ছাড়াছাড়ি
তোমাকে ছাড়া 
থাকতে কি পারি
তবু নিতে হলো
সারা জীবনের আরি
ভালো থেকো
সে আশাই করি


দেয়না কেও
বইয়ের ভাজে চিঠি
জানায়না কেও
দেখতে ইচ্ছা খুব ই
বলেনা কেও আর
তোমায় ভালোবাসি
আমাকে বলোনা বলোনা


দেয়না কেও আর
বইয়ের ভাজে চিঠি
বলেনা কেও
দেখতে ইচ্ছা খুব ই
ডাকেনা কেও
যেমন ডাকতে তুমি

Monday, July 11, 2016

দখিনা বাতাস






সেদিন পাড়ায় এক
সুন্দরী নারী দেইখা
মাথাটা আমার
গেলোতো ঘুইরা
তার ঘনকালো চুল
মৃদু বাতাসে উইড়া
শর্ট সার্কিটে আমার
হৃদয় গেলো পুইড়া।

এখন তো আমার
লেগে গেলো তো ভয়
হৃদয় আমার
ইতা কিতা কয়
বলা তো যায়না এখন
কখন যে কি হয়
এত জ্বালা আর
হৃদয় তো না সয়

(নরমাল হুক)
দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

(চিল্লায়া)
দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে
দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে


মেয়েটা বসে ছিলো
পাড়ার বাস স্ট্যান্ডে
হাতে ছিলো তার
মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডে
ভার্সিটির ব্যাগ
ছিলো তার কান্ধে
মেয়েটাকে দেইখা
হৃদয় আমার কান্দে

অতঃপর সে
উইঠা গেলো বাসে
তাকাইয়া দেখি
বাস চইলা যাইতেসে
তার সংগে কথা
বলতে মন চাইতেসে
তাইতো আমি
 
বাসের পিছনে  

(নরমাল)
দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে


(চিল্লায়া)
দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে



(আলাদা ধরনের ভার্স)

বাসে মেয়েটার সাথে
দেখি এক পোলা
আমিতো হলাম
বড় এক নলা
হলোনা আমার
ভালোবাসার কথা বলা
দেখিয়ে দিলো সে
বড় এক কলা

Friday, October 30, 2015

Rap #6




dfdfdfdfd
dfdfd
df
df
d
fd

কোথায় চলে গেলে - Emotional Rap





start
year 1
year 2
year 3
now

Verse:
যেদিন আমার সংগে,
প্রথম কথা তুমি বললে
মন আমার ভরে উঠেছিলো তো উল্লাসে
তারপর নিয়মিত কথা হতো তো ক্লাসে
জীবনে আমার সুখের অনুভুতি আসে

একদিন জন্মদিনে
ডাকলাম খুশিমনে
কোনো এক আনন্দের ক্ষনে, বললাম আমি সরল মনে

বললাম ভালোবাসি ,
ভালোবাসো আমাকে?
তোমাকে ভালোবাসি আমি অনেক আগে থেকে
তার চোখের পানি যেন চোখে প্রেম দেয় এঁকে
যাবোনা আমি কখনো
এই তোমাকে ছেড়ে
নিতে পারবেনা কেউ
তোমায় আমার থেকে কেড়ে

আমাদের ভালোবাসা
নয় এত নরবরে
বললাম আমি ভালোবাসি ,
ভালোবাসো আমাকে?

রাখলো সে হাত, আমার হাত দুটোতে
দেখলাম আমি ভালোবাসা তার চোখেতে
বললো সে ভালোবাসি আমিও অনেক তোমাকে

Hook:

ছিলে তো
তুমি অচেনা....
তোমায় ছাড়া
এখন থাকতে পারিনা আ
কোথায় চলে গেলে আমায় বলোনা......

কতইনা
খুজেছি তোমায়
তোমার মনে
পড়ে কি আমায় আ
কোথায় চলে গেলে ফিরে এলেনা....

Verse:
যেদিন আমার সংগে,
প্রথম কথা তুমি বললে
মন আমার ভরে উঠেছিলো তো উল্লাসে
তারপর নিয়মিত কথা হতো তো ক্লাসে
জীবনে আমার সুখের অনুভুতি আসে

একদিন জন্মদিনে
ডাকলাম খুশিমনে
কোনো এক আনন্দের ক্ষনে, বললাম আমি সরল মনে

বললাম ভালোবাসি ,
ভালোবাসো আমাকে?
তোমাকে ভালোবাসি আমি অনেক আগে থেকে
তার চোখের পানি যেন চোখে প্রেম দেয় এঁকে
যাবোনা আমি কখনো
এই তোমাকে ছেড়ে
নিতে পারবেনা কেউ
তোমায় আমার থেকে কেড়ে
আমাদের ভালোবাসা
নয় এত নরবরে
বললাম আমি ভালোবাসি ,
ভালোবাসো আমাকে?
রাখলো সে হাত, আমার দুটো হাতে
দেখলাম আমি ভালোবাসা তার চোখ দুটোতে
বললো সে আমিও ভালোবাসি তোমাকে