Tuesday, July 26, 2016

চিঠি








বলতে চাই আমি আজ
বহু আগের ঘটনা
তবু কেনো মন
আজো এত আনমনা
মনে পড়ে কেনো
সেটাতো জানিনা
তোমাকে ছাড়া আজ
থাক্তেতো পারিনা

ছোটবেলায় ক্লাসে
যখন করতাম লাফঝাপ
ও তখন ছিলো
একদম চুপচাপ
তখন আমার হতো
তার উপর ভিষন রাগ
বলোনা কোথায় যে
হারিয়ে তুমি আজ

হয়নি দেখা
৫ টা বছর
জানতাম ও না
কোনো অবস্থা ওর
হয়নি তখনো
ভালো বাসার ঘোর
এখনো রাত
শিঘ্রই হবে ভোর

আমার ফোনেতে
একদিন হঠাত এলে
আমার নাম্বার কোথা হতে
তুমি যে পেলে
পেলেই যদি
কোথায় চলে গেলে
আবার ধরো হাত
নিঃসংগতার ভীর ঠেলে


দেয়না কেও
বইয়ের ভাজে চিঠি
জানায়না কেও
দেখতে ইচ্ছা খুব ই
বলেনা কেও আর
তোমায় ভালোবাসি
আমাকে বলোনা বলোনা

দেয়না কেও আর
বইয়ের ভাজে চিঠি
বলেনা কেও
দেখতে ইচ্ছা খুব ই
ডাকেনা কেও আর
যেমন ডাকতে তুমি
আমাকে ডাকোনা ডাকোনা


কল্পলোকের রেল লাইন
দুটি বেয়ে
কতইনা হেটেছি
দুহাত ধরে
ধরেছো কত
যখন যাচ্ছিলাম পড়ে
বাসেনা কেউ ভালো
এমনটি করে

আমার পানে যখন
তাকিয়ে ছিলে
লজ্জা তখন
তুমি পেয়েছিলে
ভালোবাসার শত গান
তুমি তো গেয়েছিলে
গান ফেলে আজ
কোথায় হারিয়ে গেলে

পরে জানলাম
সব ই ছিলো অভিনয়
আমি সত্য ছিলাম
সে ছিলো ছলনায়
সেই প্রতারনা
ভুলতে তো পারিনাই
ভালো বাসতে
আজো তাই লাগে ভয়

সেই রেল লাইনেই আমাদের
হলো ছাড়াছাড়ি
তোমাকে ছাড়া 
থাকতে কি পারি
তবু নিতে হলো
সারা জীবনের আরি
ভালো থেকো
সে আশাই করি


দেয়না কেও
বইয়ের ভাজে চিঠি
জানায়না কেও
দেখতে ইচ্ছা খুব ই
বলেনা কেও আর
তোমায় ভালোবাসি
আমাকে বলোনা বলোনা


দেয়না কেও আর
বইয়ের ভাজে চিঠি
বলেনা কেও
দেখতে ইচ্ছা খুব ই
ডাকেনা কেও
যেমন ডাকতে তুমি

Wednesday, July 20, 2016

Monday, July 11, 2016

দখিনা বাতাস






সেদিন পাড়ায় এক
সুন্দরী নারী দেইখা
মাথাটা আমার
গেলোতো ঘুইরা
তার ঘনকালো চুল
মৃদু বাতাসে উইড়া
শর্ট সার্কিটে আমার
হৃদয় গেলো পুইড়া।

এখন তো আমার
লেগে গেলো তো ভয়
হৃদয় আমার
ইতা কিতা কয়
বলা তো যায়না এখন
কখন যে কি হয়
এত জ্বালা আর
হৃদয় তো না সয়

(নরমাল হুক)
দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

(চিল্লায়া)
দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে
দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে


মেয়েটা বসে ছিলো
পাড়ার বাস স্ট্যান্ডে
হাতে ছিলো তার
মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডে
ভার্সিটির ব্যাগ
ছিলো তার কান্ধে
মেয়েটাকে দেইখা
হৃদয় আমার কান্দে

অতঃপর সে
উইঠা গেলো বাসে
তাকাইয়া দেখি
বাস চইলা যাইতেসে
তার সংগে কথা
বলতে মন চাইতেসে
তাইতো আমি
 
বাসের পিছনে  

(নরমাল)
দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে


(চিল্লায়া)
দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে



(আলাদা ধরনের ভার্স)

বাসে মেয়েটার সাথে
দেখি এক পোলা
আমিতো হলাম
বড় এক নলা
হলোনা আমার
ভালোবাসার কথা বলা
দেখিয়ে দিলো সে
বড় এক কলা