Monday, July 11, 2016

দখিনা বাতাস






সেদিন পাড়ায় এক
সুন্দরী নারী দেইখা
মাথাটা আমার
গেলোতো ঘুইরা
তার ঘনকালো চুল
মৃদু বাতাসে উইড়া
শর্ট সার্কিটে আমার
হৃদয় গেলো পুইড়া।

এখন তো আমার
লেগে গেলো তো ভয়
হৃদয় আমার
ইতা কিতা কয়
বলা তো যায়না এখন
কখন যে কি হয়
এত জ্বালা আর
হৃদয় তো না সয়

(নরমাল হুক)
দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

(চিল্লায়া)
দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে
দখিনা বাতাস
আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে


মেয়েটা বসে ছিলো
পাড়ার বাস স্ট্যান্ডে
হাতে ছিলো তার
মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডে
ভার্সিটির ব্যাগ
ছিলো তার কান্ধে
মেয়েটাকে দেইখা
হৃদয় আমার কান্দে

অতঃপর সে
উইঠা গেলো বাসে
তাকাইয়া দেখি
বাস চইলা যাইতেসে
তার সংগে কথা
বলতে মন চাইতেসে
তাইতো আমি
 
বাসের পিছনে  

(নরমাল)
দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে


(চিল্লায়া)
দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে

দখিনা বাতাস

আমায় বলে
ভুলোনা সে
মেয়ের ছলে



(আলাদা ধরনের ভার্স)

বাসে মেয়েটার সাথে
দেখি এক পোলা
আমিতো হলাম
বড় এক নলা
হলোনা আমার
ভালোবাসার কথা বলা
দেখিয়ে দিলো সে
বড় এক কলা

No comments: