Thursday, October 22, 2015

এমন ভুল (কমেডি র‌্যাপ)






Hey yo, This is a Lyrics by MATI BABA 
Discordant Em on the Mic. 
Here

Verse 
প্রথম যেদিন দেখছি তোরে, 
পাড়ায় ঢোকার রাস্তাতে 
দিনের বেলা দেখে তারা 
কাপন ধরছে বুকটাতে।

তোর স্বপনে ফাকা পথেই, 
চলতে গিয়া উষ্ঠা খাই 
কারন ছাড়াই তোদের পাড়ায়
হুদাই আমি ঘুরতে যাই

ভালবাসার কাব্য লিখে 
সকাল বিকাল করি পাঠ 
কাব্য শুনে রামছাগলটা 
আপন মনে নারায় দাঁত

পাড়ার নেরি কুত্তা গুলা, 
কাব্য শুনে দেয় তাড়া 
জান বাঁচাতে ছুটি আমি, 
ছুটতে ছুটতে তোদের পাড়া।

ছুটতেছি আমি, ছুটতেছি ওরা, 
ছুটতেছে আমার পিসে কালা কালা কুত্তাগুলা
আমায় তাড়া খাওয়া দেইখা,
খুশি হইলি এত্তগুলা

দেইখা তোর বিটকেলে হাসি, 
শুইনা তোর সাবধানী বানী 
আমার তো আসে কাশি
এ কি কইলি জানের জান!!!! 
 ক্যামনে ভুলি, তুই কইছিলি 
“আস্তে দৌড়ান, চাচাজান” 
 বুঝবি ক্যমনে, চাচা ডাক শুনে 
স্বপ্ন হইল খান খান।
আমার সব স্বপ্ন
তুই করলি বানচাল

Hook
প্রথম দেখায় তারা দেখাইলি, 
 দ্বিতীয় দেখায় সর্ষে ফুল 
 বইসা বইসা ভাবতেছি আজ, 
 ক্যামনে করছি এমন ভুল!!!!!

Verse
দেখতে লাগে দুধের বাচ্চা
হয়নাই এখনো ভাইয়ের বিয়া
জানিনা কেমনে হইয়া গেলাম
এত বড় মেয়ের চাচা

দুঃখ পাইয়া শুরু করলাম
দেবদাসের মত শুরাপান 
 আমায় লইয়া হাসি 
 শুরু করলো পোলাপান

শুরাপান করতে গিয়া 
 শুরু হইলো ডায়রিয়া 
বুইঝা গেলাম জীবনটা আমার 
পুরাটাই ভুলে ভরা

হুজুর থেকে আনলাম
পাওয়ারফুল পানি পড়া
পানি পড়া খাইলাম
ফিরে এলো ডাইরিয়া

পাঁকা চুল ঢাকতে
কিনে আনলাম চুলের কালি
লাগাতে গিয়াই
দুদিন পর দেখি আমার মাথা খালি
মনের দুঃখে সারাদিন
ঘুরলাম পাড়ার অলিগলি

ঘুরতে গিয়া দেখি
সৈয়দমিয়ার পাশের বাড়ি
নতুন কইরা দেখি তারা
লাগাইছে আবার সর্ষের ঝাড়ি

চিন্তা করলাম
নেক্সট টাইম থেইকা 
থাকতে হবে কেয়ারফুল 
বইসা বইসা ভাবতেছি আজ, 
ক্যামনে করলাম এমন ভুল!!!!! 

Hook
প্রথম দেখায় তারা দেখাইলি, 
 দ্বিতীয় দেখায় সর্ষে ফুল 
 বইসা বইসা ভাবতেছি আজ, 
 ক্যামনে করছি এমন ভুল!!!!!

Music Fade

No comments: